Followers

Monday, February 6, 2023

Bangladesh

 


Poem on Bangladesh


Where the rivers flow, a sight to be seen Brimming with life, a nature's scene Cultures blend, a harmony seen

From Cox's Bazar, a beach so fine To Sylhet, hills so divine Chittagong, a port so bright Dhaka, the city that never sleeps at night

A country rich, in history and art The War of Liberation, a story that imparts From Lalbagh Fort, to Mahasthangarh Heritage sites, worth a visit, by far

Bangladesh, a land of diversity Where languages, religions, coexist with ease From Pitha to Polao, its cuisine unique A delight to taste, with flavors so chic

In this land, hope and progress grow Working towards a better tomorrow Bangladesh, may your spirit never cease A land of wonder, a land of peace

Friday, September 16, 2022

করিতে পারি না-কাজ -কামিনী রায়

 করিতে পারি না কাজ 

সদা ভয় সদা লাজ,

সংশয়ে সংকল্প সদা টলে

পাছে লোকে কিছু বলে ।


আড়ালে আড়ালে থাকি 

নীরবে আপনা ঢাকি ,

সম্মুখে চরণ নাহি চলে

পাছে লোকে কিছু বলে ।


হৃদয়ে বুদ বুদ মতো 

উঠে চিন্তা শুভ্র কত,

মিশে যায় হৃদয়ের তলে

পাছে লোকে কিছু বলে।


কাঁদে প্রাণ জবে আখি

সজত্বে শুকায়ে রাখি ,

নির্মল নয়নের জলে 

পাছে লোকে কিছু বলে।


একটি স্নেহের কথা

প্রশমিত পারে ব্যথা ,

চলে যাই উপেক্ষার ছলে

পাছে লোকে কিছু বলে ।


মহৎ উদ্দেশ্য জবে

একসাথে মিলে সবে ,

পারিনা মিশিতে সেই দলে

পাছে লোকে কিছু বলে ।


বিধাতা দেছেন প্রাণ 

থাকি সদা ম্রিয়মান ,

শক্তি মরে ভীতির কবলে

পাছে লোকে কিছু বলে ।

Bangladesh

  Poem on Bangladesh Bangladesh, land of lush green Where the rivers flow, a sight to be seen Brimming with life, a nature's scene Cultu...